খেলাধুলা ডেস্ক
টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, পরের ম্যাচেই বাদ পড়ে যান একাদশ থেকে। এক ম্যাচ বিরতি দিয়ে একাদশে ফিরেই ইংলিশ পেসার জোফরা আর্চারকে নিজের খেলা প্রথম বলেই ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলেন সূর্যকুমার। খেললেন দলের হয়ে ম্যাচ জেতানো এক ইনিংস। এর পরের দিনই খবর পেলেন, আছেন ওয়ানডে দলেও। আগের দিনের অর্ধশতকের তৎক্ষণাৎ মূল্যায়নই যে পেয়েছেন সূর্যকুমার যাদব, তা আর বলে না দিলেও হয়।
বৃহস্পতিবার রাতে অধিনায়ক বিরাট কোহলির ছেড়ে দেওয়া তিন নম্বরে ব্যাট করতে নামেন সূর্য। খেলেন ৫৭ রানের দারুণ এক ইনিংস। তাতে বড় পুঁজির পথে এগিয়ে যায় ভারত। পরে পায় ৮ রানের রোমাঞ্চকর এক জয়।
তিনিসহ ভারতের ওয়ানডে দলে এসেছে নতুন ৩ মুখ। আরও দুই জন হলেন- পেসার প্রসিধ কৃষ্ণ এবং অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তিন জনই সদ্যসমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে দারুণ পারফরম করে তবেই দলে এসেছেন। তবে একই প্রতিযোগিতার শীর্ষ দুই রান সংগ্রাহক পৃথ্বী শ আর দেবদূত পাড়িক্কালকে অবশ্য দলে ডাকেনি ভারত।
এদিকে টানা ব্যর্থতার পরেও উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলে ভরসা রাখছেন নির্বাচকরা। চোটজর্জর দীর্ঘ এক বছর শেষে অবশেষে ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজে না থাকা টি নটরাজনও ফিরছেন এ সিরিজ দিয়েই।
ভারতের ওয়ানডে দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর।
Discussion about this post