নিজস্ব প্রতিবেদক
৪০ বছরের কম বয়সী শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন শুরু হলেও কিছু শিক্ষক এখনো টিকা নিতে পারেননি। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পরা এসব শিক্ষকের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। এসব শিক্ষকদের টিকা গ্রহণ নিশ্চিত করতে তাদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২২ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরমে শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে অধিদপ্তর আরও বলেছে, ৪০ বছরের কমবয়সী যেসব শিক্ষক কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন তাদের ২২ মার্চের মধ্যে নির্ধারিত লিংকে প্রবেশ করে হালনাগাদ তথ্য পাঠাতে বলা হলো। এ তথ্যের ভিত্তিতে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে শিক্ষক-কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।
এর আগে গত ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এনআইডির তথ্য ইতোমধ্যে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুরক্ষা ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নিবন্ধন ফরম পূরণ করে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করা শুরু হয়েছে। সব শিক্ষককে করোনা টিকা নেয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু বিভিন্ন অনুসন্ধানে জানা গেছে, ব্যানবেইস থেকে তথ্য নিয়ে সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করায় নতুন শিক্ষকদের অনেকেই তথ্য অন্তর্ভুক্ত হয়নি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানবেইসের তালিকা হালনাগাদ না করার ফলে এ জটিলতার সৃষ্টি হয়েছিল।
Discussion about this post