খেলাধুলা ডেস্ক
নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ, হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। ব্যাটিংয়ে কেউই ভালো করতে পারেননি, টপ অর্ডারে সুযোগ পেয়েও শূন্য হাতে ফিরেছেন সৌম্য সরকার। ৩ বল খেলে ট্রেন্ট বোল্টকে আপার করতে গিয়ে আউট হয়েছে ০ রানে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও নাজমুল হোসেন শান্তর উপর পূর্ণ আস্থার কথা জানিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তবে প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি তার। ওয়ানডেতে তার যা পারফর্মেন্স তাতে সেটা মোটেও অপ্রত্যাশিত নয়, কিন্তু আগের সিরিজেই ফিনিশার হিসেবে বিবেচিত হওয়া সৌম্যকে খেলানো হয়েছে শান্তর জায়গায়।
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় সৌম্যকে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন,“হ্যাঁ, বাংলাদেশে আমরা বলেছি যে তাকে (সৌম্য সরকার) ৭ নাম্বারের ভূমিকায় আমরা দেখছি। কিন্তু আজকে আমরা যে টিমটা খেলেছি এই টিমটার যদি কম্বিনেশন দেখেন আমাদের সিক্সথ বোলার কেউ ছিল না, রিয়াদ ভাই ইঞ্জুরির কারণে বোলিং করতে পারছে না।”
তামিম আরও বলেন, “তাই আমাদের সিক্সথ বোলিং অপশনই ছিল সৌম্য, আর আমরা যে কম্বিনেশনে আজকে খেলেছি সেভাবে ৩ নাম্বারে ব্যাটিং করার জন্য সৌম্যই সবচেয়ে ভালো অপশন। এই কারণে তাকে তিনে খেলানো, যেহেতু আগেও সে তিনে খেলেছে, নিউজিল্যান্ডেও অভিজ্ঞতা আছে এই কারণেই তাকে তিন নাম্বারের ভূমিকায় খেলাইতে হইছে।”
আগামী ২৬ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
Discussion about this post