নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ছাড়াও আরও তিন সহকারী প্রক্টর করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম। যিনি নিজেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের অপর দুই সহাকারী প্রক্টর হলেন আশরাফুজ্জামান ও আহসান বাবু। আক্রান্তদের সবাই এক মাস আগে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।
সহকারী প্রক্টর আব্দুর রহিম বলেন, উপসর্গ দেখা দেওয়ায় প্রক্টর ১৭ মার্চ স্যাম্পল দেন। ১৮ মার্চ পজিটিভ রিপোর্ট আসে। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমিও গত এক সপ্তাহ ধরে কোভিডে আক্রান্ত। আমাদের আরও দুজন সহকারী প্রক্টরের দুদিন আগে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।আমরা বাসায় থেকে কাজ করছি। উপসর্গ আছে, তবে কোনো জটিলতা নেই।
টিকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রক্টরিয়াল টিমের সবাই ভ্যাকসিন নিয়েছেন। তবে এতে প্যানিকড হওয়ার কিছু নাই। স্বাভাবিক আছি আমরা। অন্যদের নিরাপত্তার খাতিরে আমরা বাসা থেকে বের হচ্ছি না।
প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, গতকাল পজিটিভ আসছে। শরীরটা একটু খারাপ। বিশ্ববিদ্যালয়ের বাসায় থেকে ট্রিটমেন্ট নিচ্ছি । সবার কাছে দোয়া কামনা করছি।
Discussion about this post