খেলাধুলা ডেস্ক
শনিবার সকালে সাইফ স্পোর্টিংয়ের হয়ে অনুশীলন করেছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা থেকে ফেরার পর দেশে তার প্রথম অনুশীলন গণমাধ্যমের উপস্থিতি ছিল অনেক। আগামী মৌসুম কলকাতা মোহামেডান না সাইফ এ নিয়ে আলোচনা হলেও মুখ খুলেননি জামাল ও সাইফ কর্তারা।
২০১৭ সালে সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই যেন সাইফের ঘরের ছেলেতে পরিণত হয়েছেন জামাল ভূঁইয়া। জামালকে ঘিরেই যেন সাইফের যত পরিকল্পনা তৈরি হয়। তবে চলতি সিজন শুরুর আগে সাইফ ও কলকাতা মোহামেডানের সমোঝতায় এক মৌসুমের লোনে জামাল পাড়ি জমান কলকাতায়। কলকাতা মোহামেডানের হয়ে সর্বমোট ১২টি ম্যাচ খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও আরও দুইটি ম্যাচ খেলার সুযোগ ছিল কিন্তু বাংলাদেশ জাতীয় দলের নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট থাকায় তাকে দেশে ফিরে আসতে হয়েছে।
কলকাতা থেকে নিয়ে এসেছে অজস্র ভালবাসা ও সম্মান। শেষ ম্যাচে কলকাতা মোহামেডানের অধিনায়কের আর্ম ব্যান্ড ছিল জামালের বাহুতে। এছাড়াও দেশে ফেরার একদিন আগে ক্লাব প্রাঙ্গনে জামালকে দেওয়া হয় সম্মানীয় সংবর্ধনা।
গত ১৯মার্চ বাংলাদেশে এসেছেন জামাল ভূঁইয়া। এসেই যোগ দিয়েছেন নিজের ক্লাব সাইফ স্পোর্টিংয়ে। দেশে আসার একদিন পরেই নেমে পড়েছেন অনুশীলনে। অনুশীলন গ্রাউন্ডেই ক্লাব সতীর্থদের নিয়ে কেক কেটে নিজের ফিরে আসা উদযাপন করেছেন।
প্রথম দিনের অনুশীলন শেষেই নিজেদের মধ্যে চুক্তিও সেরে ফেলেছে সাইফ ও জামাল। চলমান লীগের দ্বিতীয় পর্ব ও ২০২১-২২ সিজনের জন্য চুক্তিপত্রে সাক্ষর করেছেন জামাল।
জামাল ভূঁইয়ার সাথে সাইফ স্পোর্টিং ক্লাবের চুক্তি নিয়ে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বলেন,
“সাইফ স্পোর্টিংয়ের সাথে জামালের সম্পর্ক অন্যরকমের। এটা ওর ঘরের ক্লাবই বলা চলে।”
সাইফ স্পোর্টিং ক্লাবে আবারও ফিরে আসতে পেরে বেশ উচ্ছেসিত জামাল ভূঁইয়া। জামাল বলেন,
“হ্যাঁ, এখানে ফিরে এসে ভাল লাগছে। চেষ্টা করবো লীগ শেষে দলকে ২-৩ এ নিয়ে আসার।”
এপ্রিলের ৮-৯ তারিখ শুরু হওয়ার কথা রয়েছে প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের শুরু থেকেই সাইফের জার্সিতে দেখা যাবে জামাল ভূঁইয়াকে।
Discussion about this post