খেলাধুলা ডেস্ক
অধিনায়ক জামাল ভূঁইয়া সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি নেমে পড়েছেন অনুশীলনে। যদিও তিনি এখনো দেশে। তার সতীর্থরা নেপালে দিন কাটিয়েছেন অনেকটা বিশ্রামে। বিকেলে কেবল করেছেন হালকা জিম সেশনে।
এর পেছনে অবশ্য কারণও আছে। আজ থেকেই নেপালের দশরথ স্টেডিয়ামে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। ওই অনুশীলনের আগে খেলোয়াড়দের ফিটনেসে বাড়তি মনোযোগী ছিলেন কোচিং স্টাফের সদস্যদের।
বাংলাদেশের অনুশীলন সম্পর্কে সহকারী কোচ পারভেজ বাবু বলেন, ‘আজকে সকালে আমাদের অনুশীলন বন্ধ ছিল। বিকেলে জিম সেশন হয়েছে। আগামীকাল দশরথ স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। আমাদের খেলোয়াড় সবাই ফিট ও মানসিকভাবে তৈরি আছে।’
আগামী ২৩ মার্চ নেপালে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম দিনেই কিরগিজিস্তান অ-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আগামীকাল সকালেই প্রথমবারের মতো দল অনুশীলন করবে টুর্নামেন্ট ভেন্যু দশরথ স্টেডিয়ামে।
নেপালের এই টুর্নামেন্টে প্রায় ১২ হাজার টিকিট ছাড়বে স্থানীয় ফুটবল ফেডারেশন।
Discussion about this post