খেলাধুলা ডেস্ক
শনিবার রাতে দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে কথা বলেন সাকিব। সুযোগ পেলে দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থার সর্বোচ্চ আসন সভাপতির চেয়ারে বসতে চান এমন ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব। তার বিশ্বাস, যদি সত্যিই কখনো এই দায়িত্ব পান তাহলে সেখানেও ইতিহাসের সেরা হবেন।
তিনি বলেন, ‘আমার কাছে তো মনে হয় যদি কখনো বিসিবির ওই জায়গায় যেতে পারি, আমি যত ভালো কাজ করবো, বাংলাদেশে এটা আর কেউ করতে পারবে না। অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে, অবশ্যই সেটা হতে চাইবো। এবং আমি জানি বিসিবির ইতিহাসের সেরা হতে পারবো। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।’
এই লাইভেই সাকিব আক্ষেপ করেন নিজের দেশে সঠিক মূল্যায়ন না হওয়ায়। দেশের বাইরের ছোটখাটো ক্রিকেটারদেরও বাড়তি মূল্যায়ন করা হয় বলে অভিযোগ করেন দেশসেরা এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দুএকজন ছাড়া। যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সাথে এমন করি। আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে তাদের রেসপেক্ট করি না।’
সাকিব আরও বলেন, ‘আমাদের দেশের মানুষই যদি আমাদের রেসপেক্ট না করে, বোর্ড রেসপেক্ট না করে, ক্রিকেটাররা রেসপেক্ট না করে, অন্য দেশের মানুষ কীভাবে করবে?’
Discussion about this post