নিজস্ব প্রতিবেদক
২০২১ সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য একটি বিশেষ বছর বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর মিস ইয়ং-আহ দোহার নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
ঢাবি উপাচার্য বলেন, এ বছর একই সঙ্গে মহান মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপিত হচ্ছে। এই বিশেষ বছরে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সদস্যরা হলেন- কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তাইহিউন কিম, প্রােগ্রাম ম্যানেজার ইউরি হ্যান, প্রােগ্রাম কো-অর্ডিনেটর মাে. ফজলে রাব্বি এবং কনস্ট্রাকশন ম্যানেজার চিওল ইং ওহ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনােভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশিপ সেন্টারের নির্বাহী পরিচালক মাে. রাশেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা শিক্ষা ও গবেষণার মানােন্নয়ন এবং উদ্ভাবনী দক্ষতা অর্জনের লক্ষ্যে কোইকার আর্থিক “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship” শীর্ষক একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আলােচনা করেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাে. আখতারুজ্জামান এই পাইলট প্রকল্প বাস্তবায়নে সাহায্য ও সহযােগিতা প্রদানে আগ্রহ প্রকাশের জন্য কোইকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। এই প্রকল্প তরুণ প্রজন্মকে ইনােভেশন ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে দক্ষ ও সক্ষম করে গড়ে তুলবে বলে তিনি উল্লেখ করেন।
Discussion about this post