নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট নয় জনের মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসিয়ার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি এবং জনসংযোগ দপ্তরের দেয়া তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
নয় জনের মধ্যে একজন বর্তমান, পাঁচজন সাবেক শিক্ষক। কর্মকর্তাদের মধ্যে একজন সাবেক, আরেকজন বর্তমান। শিক্ষার্থীদের মধ্যে একজন। তবে আরেক শিক্ষার্থী করোনা সন্দেহে চিকিৎসার অভাবে মারা গেছেন। তিনি হলেন সুমন চাকমা। সুমন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।
তবে করোনা আক্রান্ত হয়ে কর্মচারীদের মধ্যে কেউ মারা যায়নি বলে নিশ্চত করেছেন বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ সরোয়ার মোর্শ্বেদ।
বর্তমান শিক্ষকরা হলেন শাকিল উদ্দিন আহমেদ। তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া সাবেকদের মধ্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রতন লাল চক্রবর্তী, একই বিভাগের ড. কে এম মোহসিন, দর্শন বিভাগের অধ্যাপক ড. হাসনা বেগম, বাংলা বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম।
শিকার্থীদের মধ্যে হলেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের মাস্টার্সের শিকার্থী কাকন মিয়া। এছাড়া কর্মকর্তাদের মধ্যে সাবেক টিএসসির পরিচালক আলমগীর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার জ্যোতির্ময় পাল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অনেকের করোনা পজিটিভ হয়েছে। তবে তারা সুস্থ হয়ে উঠেছেন। অনেকে বর্তমানে অনেক অসুস্থ আছেন। তবে আক্রান্তের সঠিক কোন হিসাব তাদের কাছে নেই বলে জানানো হয়েছে।
তবে অতিসম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর করোনাভাইরাসে আক্রান্তের খবর জানা গেছে। তারা উভয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, মৃত্যু সকলের জন্য অবধারিত। করোনায় গত এক বছরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাদের মৃত্যুতে আমরা শোক জানিয়েছি। তবে ইতোমধ্যে বাংলাদেশে মোকাবিলায় সফলতা লাভ করছে। এছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রমও চলামান আছে। যথাযথ স্বাস্থ্যবিধি, সতর্কতা অবলম্বন করলে করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
Discussion about this post