খেলাধুলা ডেস্ক
ঘরের মাঠে গত জানুয়ারি-ফেব্রুয়ারির ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে এই প্রথম কথা বললেন মাশরাফি বিন মুর্তজা। বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিকে দেওয়া পাঁচ পর্বের এক সাক্ষাৎকারের প্রথম পর্বে মাশরাফি বলেছেন, তিনি এখনো অপেক্ষায় আছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে কফি খেতে বসার।
দাওয়াতটা মাশরাফিকে নাকি ডমিঙ্গোই দিয়ে রেখেছেন। সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘রাসেল আমাকে এক কাপ কফির দাওয়াত দিয়েছিলেন। তিনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন পাকিস্তান সিরিজের আগে। তখন বোর্ডে ডেকেছিলেন আমাকে। আমি তাঁকে বলেছি, তোমার যে পরিকল্পনা, আমাকে বাদ দিলেও জানিও। না বাদ দিলেও জানিও। যেন আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি।’
মাশরাফিকে দল থেকে বাদ দেওয়ার প্রধান কারণ হিসেবে বিসিবি সভাপতি নাজমুল হাসান ফিটনেসের কথাই বলেছিলেন তখন। সাক্ষাৎকারে সেই ফিটনেস প্রসঙ্গেও মাশরাফি দিলেন কড়া জবাব, ‘পরিসংখ্যান বের করে দেখুন আমার কোনো ফিটনেস পরীক্ষায় ফেল আছে কি না। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত কোনো ফিটনেস পরীক্ষায় আমি ফেল করিনি।’
মাশরাফির অভিযোগ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে নাকি বিসিবি কোনো আলোচনাই করেনি। মাশরাফি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের ফোন পেয়েছেন ঠিকই, কিন্তু দলে থাকা বা না থাকা নিয়ে কোনো কথা বলেননি, ‘এ বিষয়ে আমাদের আলোচনা হয়নি। নান্নু (মিনহাজুল আবেদীন) ভাই আমাকে ফোন দিয়েছিলেন। কিন্তু এই বিষয়ে কথা হয়নি। আমি অন্তত কিছুটা সত্য কথা আশা করেছিলাম।’
মাশরাফির এই সাক্ষাৎকার একাত্তর টিভি দেখাবে চার পর্বে।
Discussion about this post