খেলাধূলা ডেস্ক
অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও হোয়াইট হাউস কর্তৃক গৃহীত কাজের প্রস্তাবগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এই সপ্তাহে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবেন তার উপদেষ্টারা। এসব কাজের সম্মিলিতভাবে ব্যয় ধরা হতে পারে প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।
একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ভঙ্গুর অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নতুন আইনী পদক্ষেপের জন্য ৩ মিলিয়ন থেকে ৪ ট্রিলিয়ন ডলার ব্যয় নির্ধারণের চিন্তা-ভাবনা করছেন বাইডেনের উপদেষ্টারা।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সোমবার (২২ মার্চ) এক টুইট বার্তায় বলেন, চলতি সপ্তাহে এই প্রস্তাব প্রকাশ করবেন না জো বাইডেন। আমেরিকানদের জন্য কাজের ব্যবস্থা ও উন্নত জীবন তৈরিই এই প্রস্তাবের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
তিনি আরও বলেন, বাইডেন বিভিন্ন ধরনের সুযোগ, লক্ষ্য ও পরিকল্পনার আকারের পরিসীমা বিবেচনা করছেন। এ ব্যাপারে কয়েক দিনের মধ্যে নীতিনির্ধারক দলের সঙ্গে আলোচনা করবেন তিনি।
সূত্র জানিয়েছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট তৈরি এবং নিম্ন আয়ের আমেরিকানদের জন্য অন্যান্য লাভজনক কোনো আলাদা প্রস্তাবনা ব্যয় পরিসীমার মধ্যে অন্তর্ভুক্ত নেই।
ওয়াশিংটন পোস্ট ও সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩ ট্রিলিয়ন ডলারের প্রস্তাবনাটি দুই ভাগে ভাগ করার আশা করা হয়েছিল। একটি অংশ অবকাঠামো উন্নয়নে এবং আরেকটি অংশ অন্যান্য গার্হস্থ্য অগ্রাধিকার খাতে যেমন : প্রাক-কিন্ডারগার্টেন, ন্যাশনাল চাইল্ড কেয়ার ও বিনামূল্যে কমিউনিটি কলেজ টিউশনিতে ব্যয় করা হবে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ব্যয় পরিকল্পনা দুটি অংশে বিভক্ত করার সম্ভাবনা ছিল।
কাঠামো কেমন হবে, যেকোনো অবকাঠামো উন্নয়ন কিংবা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিলে এগুলো ব্যয় করা হবে কি না এবং কংগ্রেসে রিপাবলিকানরা এটা সমর্থন করবেন কি না, ব্যয় পরিকল্পনা নিয়ে এ ধরনের অনেক জল্পনা-কল্পনা চলছে।
Discussion about this post