খেলাধুলা ডেস্ক
৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল, হেনরি নিকোলসের পর উইলি ইয়ং। প্রথমজন মোস্তাফিজুর রহমানের কাটারে, পরের দুই জন তরুণ অফ স্পিনার শেখ মেহেদী হাসানের অফ ব্রেকে বোকা হয়ে। আকাশেই উড়ছিল বাংলাদেশ। কিন্তু ডেভন কনওয়ে আর টম ল্যাথাম দারুণ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিলেন। ১১৩ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ যখন পুরোপুরি নিজেদের করে নিয়েছেন, তখনই বড় আঘাত। তামিমের ডাইরেক্ট থ্রোতে রান আউট হলেন কনওয়ে। উইকেটে জমে যাওয়া কনওয়ের ফেরাটা নিউজিল্যান্ডের জন্য বড় আঘাতই। কিন্তু আর একটি উইকেট তুলে নিলেও আবারও বিপদে পড়ে যাবে কিউইরা। তবে নতুন উইকেটে আসা জিমি নিশামের ক্যাচ ফেলে সে আশা দূরে ঠেলেছেন মুশফিকুর রহিম। ল্যাথাম অবশ্য ফিফটি করে উইকেটে আছেন। তবে তিনি থাকতে পারতেন না, যদি শেখ মেহেদী তাঁর সহজ একটা ক্যাচ মিস না করতেন।
উইকেট তুলে নেওয়া যখন সমস্যা তখন ক্যাচ মিসের মহড়া। তাসকিন নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। তাঁর বলে মুশফিকুর রহিম সহজ ক্যাচ ফেলার পর মিঠুন কাভারে ফেলেছেন একটা হাফ চান্স। এর পরপরই মেহেদীর ক্যাচ মিস। মেহেদী ডিপ মিড উইকেটে তাঁর বলেই আরও একটি ক্যাচ নিতে পারতেন, যদি ঠিক সময়মতো তিনি বলটা চোখে দেখতেন। ক্যাচ মিসের মহড়ায় ম্যাচটাই পায়ে ঠেলার উপক্রম এখন বাংলাদেশের।
এ প্রতিবেদন লেখার সময় ৪৪ ওভারে ৪ উইকেটে ২৩২ রান তুলেছে তারা।
Discussion about this post