খেলাধুলা ডেস্ক
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনই শ্রীলঙ্কাকে ১৬৯ রানে অল-আউট করে দিলেও জবাবে ওয়েস্ট ইন্ডিজের স্বীকৃত ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। শ্রীলঙ্কার পেসার সুরাঙ্গা লাকমলের বোলিং তোপে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে নয় নম্বরে নামা স্পিনার রাকিম কর্নওয়ালের হাফ-সেঞ্চুরি ও উইকেটরক্ষক জসুয়া ডা সিলভার ৪৬ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়রা এগিয়ে।
দিনশেষে উইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। ২ উইকেট হাতে নিয়ে তারা এগিয়ে ৯৯ রানে। প্রথম দিন শেষে বিনা উইকেটে ১৩ রান করেছিলওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৩ ও জন ক্যাম্পবেল ৭ রানে অপরাজিত ছিলেন। আজ সেই ৩ রানেই থামেন ব্রাফেট। তবে হাফ-সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ক্যাম্পবেল। করেন ৪২ রান। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান এনক্রুমার বোনার ও কাইল মায়ার্স। বোনার ৩১ ও মায়ার্স ৪৫ রান করেন।
এরপর দ্রুত বিদায় নেন জার্মেই ব্ল্যাকউড ২ রান করে ও আলজারি জোসেফ ফেরেন শুন্য হাতে । বল হাতে ৫ উইকেট নেয়া সাবেক অধিনায়ক জেসন হোল্ডার করেন ১৯ রান। জোসেফের আউটে ৭ উইকেটে ১৭১ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজ। লিড ছিলমাত্র ২ রানের। এই লিডকে দিন শেষে বড় করেছেন সিলভা ও কর্নওয়াল। অষ্টম উইকেটে গড়েছেন ১৪৩ বলে ৯০ রানের জুটি। সিলভা ৪৬ রানে আউট হলে জুটির অবসান হয়।
এরপরেই টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন রাকিম কর্নওয়াল। দিনশেষে এই স্পিন তারকা ৬০ রানে অপরাজিত আছেন। তার ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল। তার এই অর্জনে আইসিসিও অভিনন্দন জানিয়েছে। ৪ রানে অপরাজিত আছেন কেমার রোচ। জোসেফকে আউট করে টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট নিয়েছেন পেসার সুরঙ্গা লাকমল। ইনিংসে ৫ উইকেট নিতে তিনি খরচ করেছেন ৪৫ রান।
Discussion about this post