খেলাধুলা ডেস্ক
বিশ্বব্যাপি পোল্যান্ডের সম্মান সমৃদ্ধি করায় সোমবার পোল্যান্ডের রাষ্ট্রপতি অ্যান্ড্রেজেজ দুদার কাছ থেকে পোলোনিয়া রেস্টিটুটা অর্ডারের ‘কমান্ড ক্রস’ গ্রহণ করেন পোল্যান্ড জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি। এসময় পোল্যান্ডের মন্ত্রিসভায় গেলবারের বর্ষসেরা ফুটবলারকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও বুন্দেস লিগা পদকযুক্ত একটি ট্রফিও প্রদান করা হয়৷
গতবছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে হেক্সা জিতেন রবার্ট লেওয়ানডস্কি। মৌসুমজুড়ে অসাধারণ ফুটবল খেলে সেবার ফিফা বর্ষসেরা ও উয়েফা বর্ষসেরা পুরস্কারসহ ব্যক্তিগত প্রায় সব সম্মাননাই নিজের করেন নেন ৩২ বছর বয়সী স্ট্রাইকার।
সাধারণত সামরিক কর্মী এবং বেসামরিক নাগরিকদের ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য এই সম্মান প্রদান করা হয়। বেসামরিক নাগরিকদের মধ্যে রবার্ট লেওয়ানডস্কি ছাড়াও পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি লেচ ওয়ালসা এবং মার্কিন রাষ্ট্রপতি ডুইট ডি আইসেনহওয়ার এই সম্মানে ভূষিত হয়েছেন।
পোল্যান্ড সরকার কর্তৃক এমন বিরল সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন লেওয়ানডস্কি। এই ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় বলে মনে করেন এই পোলিশ তারকা। পুরস্কার গ্রহন করার পর লেওয়ানডস্কি বলেন,
“এটা কোন বিষয় না যে আমি কত বেশি শিরোপা জিতেছি। এখন আমার লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, আরও বড় কিছু করা। আমি আমার সাফল্যে বিশ্রাম নিতে চাই না।”
এই তারকা স্ট্রাইকার উয়েফা ইউরো বাছাইপর্বে পোল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং ২০১৯-২০ সালে উয়েফা লর্ডস খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।
গত সপ্তাহে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতুয়েজ মোরাভিয়ক্কি জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলকে অনুরোধ করেন যেন করোনা প্রটোকল শিথিল করে রবার্ট লেওয়ানডস্কি ও তার এক সতীর্থকে জার্মানি ছাড়ার অনুমতি দেওয়ার জন্য। আগামী ৩১ই মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড। জার্মান চ্যান্সেলর পোল্যান্ডের প্রধানমন্ত্রীর কথা সায় দিয়েছেন এবং পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছেন রবার্ট লেওয়ানডস্কি ও ক্রিজিস্তফ পাইটেক দুজনই ইংল্যান্ডে খেলতে যাবেন।
Discussion about this post