অনলাইন ডেস্ক
কানাডা ‘আইভি গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড’ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (সম্পূর্ণ অর্থায়নে এমবিএ) ডিগ্রির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে। বৃত্তিটির আওতায় ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কানাডার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদ আইভি বিজনেস গ্র্যাজুয়েট স্কুলে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে।
আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২১।
কারা পাবেন এই বৃত্তি: আইভি গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড উচ্চ-পারফরম্যান্স সম্পন্ন প্রার্থীদের স্বীকৃতি দেয় যারা তাদের পূর্ববর্তী অভিজ্ঞতায় নেতৃত্বের সম্ভাবনা প্রদর্শন করেছেন এবং যারা শ্রেণিকক্ষের পরিবেশে মূল্যবান আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আনতে সক্ষম হবেন। এছাড়া অনুষদগুলোতে প্রতিটি ৫০,০০০ কানাডিয়ান ডলার মূল্যের দশটি আইভী গ্লোবাল লিডার অ্যাওয়ার্ড দেওয়া হবে।
সুবিধাসমূহ
আন্তর্জাতিক প্রার্থীরা ১০ হাজার থেকে শুরু করে ৬৫ হাজার ডলার পর্যন্ত ভর্তি পুরষ্কারের জন্য নির্বাচিত হবেন। প্রার্থীরা শিক্ষা, কার্যক্রম এবং কাজের অভিজ্ঞতার মাধ্যমে একাডেমিক মেধা এবং নেতৃত্বের গুণাবলী সম্পর্কে মূল্যায়ন করার সুযোগ পাবেন।
বৃত্তি বা পুরষ্কার প্রাপ্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তির অফারের সময় অবহিত করা হবে।
আবেদনের যোগ্যতা
- এমবিএ অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
- টোফেল ন্যূনতম ইন্টারনেট-ভিত্তিক স্কোর ১০০ হতে হবে।
- আইএলটিএস সাধারণ বা একাডেমিক ন্যূনতম স্কোর ৭ হতে হবে।
- ডুওলিংগোতে সর্বনিম্ন স্কোর ১২৫ হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ অন্যান্য দেশ।
আবেদন পদ্ধতি
- আবেদনকারীকে অবশ্যই বর্তমানে যেকোনো বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে অধ্যয়নরত বা ভর্তি হতে হবে। তারপরে, তারা এই অনুদানের জন্য একটি ওয়েব ফর্ম পূরণ করতে পারবে।
- সকল পোস্ট-সেকেন্ডারি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ট্রান্সক্রিপ্ট সহ প্রয়োজনীয় অন্যান্য নির্দিষ্ট সহায়ক নথি জমা দিতে হবে।
- কোনো প্রার্থী ভর্তির প্রস্তাব পেলে অফিশিয়াল / সার্টিফাইড ট্রান্সক্রিপ্টগুলির একটি অনুলিপি প্রয়োজন হবে।
- জিএমএটি স্কোর বা জিআরই স্কোর।
- সর্বনিম্ন দু’বছর, পূর্ণ-সময়ের কাজের অভিজ্ঞতা।
- টোফেল বা আইএলটিএস স্কোর।
- দুটি পেশাদার রেফারেন্স লেটার।
- সিভি।
আবেদন বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
Discussion about this post