অনলাইন ডেস্ক
রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটি অফ ব্রাভভতে সম্পূর্ণ অর্থায়নে ২০২১ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ বাদে যেকোন দেশের নাগরিকগণ ওই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সুযোগ সুবিধাসমূহ
- টিউশন ফি (রেজিস্ট্রেশন এবং স্নাতক ফি সহ) সম্পূর্ণ বিনামূল্যে।
- বিশ্ববিদ্যালয় বিনামূল্যে আবাসন সুবিধা (অবকাশ ছুটি বা ছুটি সহ)।
- এছাড়াও ৮০০ ইউরো বা ১৭০ ডলারের মাসিক উপবৃত্তির সুবিধা ( ছুটি বা ছুটি সহ)।
- শিক্ষার্থী কেবল রোমানিয়া ভ্রমণ এবং ভিসার ব্যয় বহন করবে।
আবেদনের যোগ্যতা
- ইউরোপিয়ান ইউনিয়ইন ভুক্ত দেশ বাদে যেকোন দেশের নাগরিকগণ আবেদন করতে পারবেন।
- শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্স থাকতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ নন-ইইউ ভুক্ত সকল দেশ।
আবেদন করতে যা যা লাগবে
- সিভি
- মোটিভেশনাশ লেটার
- তিনটি রিকমেনডেশন লেটার
আবেদন পদ্ধতি
অবশ্যই ইংরেজিতে এবং পিডিএফ ফরম্যাটে সমস্ত নথি জমা দিতে হবে এবং অসম্পূর্ণ ফাইল গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২১।
আবেদন লিঙ্ক : https://tas.unitbv.ro/?page_id=4
আবেদনের বিস্তারিত : https://tas.unitbv.ro
Discussion about this post