খেলাধুলা ডেস্ক
সিরিজের শেষ দুই ওয়ানডেতে শ্রেয়াস আইয়ারকে আর পাচ্ছে না স্বাগতিক ভারত। বা কাঁধের ইঞ্জুরিতে ছিটকে গেছেন এই ব্যাটসম্যান।
পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ইনিংসের অষ্টম ওভারে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে ড্রাইভ দিয়ে বা কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শ্রেয়াস আইয়ার।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
পরে স্ক্যান করার পর নিশ্চিত হওয়া গেছে কাঁধের হাড় সরে গেছে ভারতীয় এই ব্যাটসম্যানের। ফলে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ওয়ানডের পাশাপাশি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
এ নিয়ে গত ছয় মাসে দুইবার কাঁধের ইঞ্জুরিতে পড়লেন তিনি। গেল বার তাঁর নেতৃত্বেই ফাইনালে উঠেছিলো দিল্লী ক্যাপিটালস। যদিও ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো আইয়ারদের।
এছাড়া সম্প্রতি প্রথমবারের মতো রয়্যাল লন্ডন কাপ খেলার জন্য ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হইছেন শ্রেয়াস আইয়ার।যেখানে আসন্ন ১৫ই জুলাই ল্যাঙ্কাশায়ার শিবিরে যোগ দেওয়ার কথা ভারতীয় ব্যাটসম্যানের । ইঞ্জুরি দীর্ঘায়িত হলেও সেখানেও অনিশ্চিত আইয়ার।
Discussion about this post