খেলাধুলা ডেস্ক
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতেই হোঁচট খেল বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে দুর্বল ইউক্রেনের কাছে পয়েন্ট হারিয়েছে দিদিয়ের দেশমের দল।
বুধবার রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সেলোনা ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন।
ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ফ্রান্স। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে ছিল দিদিয়ের দেশমের দলের। তবে গোল করতে সময় লেগে যায় উনিশ মিনিট। ইউক্রেনের ডিফেন্ডারের কাছে বল পেয়ে জায়গা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আতোঁয়ান গ্রীজম্যান।
এই নিয়ে ফ্রান্সের জার্সিতে ৩৪ গোল করে বার্সেলোনা ফরোয়ার্ডের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে থাকা দাভিদ ত্রেজেগেকে স্পর্শ করলেন। তার ওপরে আছেন মিশেল প্লাতিনি (৪১), জিরুদ (৪৪) ও থিয়েরি অঁরি (৫১)। আতোঁয়ান গ্রীজম্যানের একমাত্র গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ফরাসিরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্স। উল্টো ম্যাচের ৫৯তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে দিদিয়ের দেশমের শিষ্যরা। ডি-বক্সে সফরকারী মিডফিল্ডার সিদরচুককে শট নিতে দেখে নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক উগো লরিস। বল প্রেসনেল কিম্পেম্বের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ম্যাচের বাকিসময় শতচেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি ইউরোপীয়ান নেশন্স লীগে অপরাজিত থেকে নিজেদের গ্রুপে শীর্ষ থাকা ফরাসিরা।
পয়েন্ট হারানোয় হতাশ ফরাসি কোচ বলেন,
“অবশ্যই আমি সন্তুষ্ট হতে পারি না। আমাদের সুবিধা বাড়ানোর সম্ভাবনা ছিল এবং আমরা সেগুলি কাজে লাগাতে পারেন।”
“তবে দেখুন বিরতির পরে আমরা সত্যিই তাদের রক্ষণে তেমন চাপ বাড়াতে পারিনি। আরেকটু সতেজ ও গতি থাকলে আমরা ম্যাচটি জিততে পারতাম। আমাদের বেশকিছু খেলোয়াড় রবিবারই ক্লাব ফুটবল খেলে এসেছে।”
দিনের অন্য খেলায় ফিনল্যান্ড ও বসনিয়া ২-২ গোলে ড্র করায় চার দলের পয়েন্টই সমান। নিজেদের পরের দুই ম্যাচে আগামী রোববার কাজাখস্তান এবং এর তিন দিন পর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে ফ্রান্স।
Discussion about this post