খেলাধুলা ডেস্ক
অবশেষে শতভাগ ফিট হয়ে ফিটনেস টেস্টে পাশ করেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ৩য় এবং শেষ ম্যাচের দলে জায়গা পেয়েছেন রস টেইলর। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
টেইলর আন-ফিট থাকায় তাঁর পরিবর্তে প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান উইল ইয়ং। টেইলর ফেরায় ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এই ব্যাটসম্যানকে। সবকিছু ঠিক ঠাক থাকলে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিজের ২৩৩তম একদিনের ম্যাচটি খেলতে নামবেন টেইলর।
ব্যাট হাতে অভিষেক সিরিজ তেমন একটা রাঙাতে পারেননি ২৮ বছর বয়সী ব্যাটসম্যান উইল ইয়ং। প্রথম ম্যাচে অপরাজিত ১১ রান করার পর ২য় ওয়ানডেতে ১ রান করে ফিরেছিলেন মাহেদি হাসানের বলে বোল্ড হয়ে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে বরাবরই দুর্দান্ত টেইলর। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে খেলা ২৪ টি একদিনের ম্যাচে ৫৯ গড়ে টেইলরের রান ১০০৩। দুইটি শতকও রয়েছে এই ব্যাটসম্যানের। তবে নিউজিল্যান্ডের মাটিতে এখনও বাংলাদেশের বিপক্ষে শতক করতে পারেননি ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওয়েলিংটনে ম্যাচটি শুরু হবে আগামী কাল ভোর ৪ টায়।
Discussion about this post