নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক প্রকাশিত ও ড. মো. রওশন জাহিদ সম্পাদিত ‘চিরঞ্জীব বজ্রকণ্ঠ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে মুক্তিযুদ্ধের উপর হওয়া এক আলোচনা সভা শেষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হবে।
বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে দিবসটি উপলক্ষে বর্ণাট্য কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।
বিজ্ঞপ্তি অনুসারে, এদিন (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে রাবি প্রশাসন।
এছাড়া ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।
এর আগে, সকাল ৭টায় বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কর্তৃক শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করবে।
দিবসের কর্মসূচিতে আরও থাকছে, সকাল ৮টায় নিজ নিজ কার্যালয়ে অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন কর্মচারী সমিতির আলোচনা সভা। সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাবি ইউনিট কমাণ্ডের আলোচনা সভা, সকাল ৮টা ৪৫ মিনিটে শেখ রাসেল মডেল স্কুল ও সাড়ে ৯টায় রাবি স্কুলের অনুষ্ঠান।
এ দিন বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে মোনাজাত শেষে দিবসের দ্বিতীয়ার্ধে বিকেল সাড়ে ৩টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন এবং বিকেল ৫টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
তাছাড়া বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট ম্যাচ, সন্ধ্যা ৬:৪৫ মিনিটে কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২৬ মার্চ শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবসের প্রতিটি অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
Discussion about this post