শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দিতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে ইমেইল আইডি পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে।
যেসব শিক্ষার্থী এখনও আইডি সংগ্রহ করেননি, তাদেরকে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করতে হবে। যাদের আইডি নেই, তাদের প্রদানকৃত তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে পাঠানো হবে। আইডি সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‘ইমেইল এ্যাডমিন’-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Discussion about this post