খেলাধুলা ডেস্ক
এবারের এনসিএলে সিলেট বিভাগের হয়ে অংশ নিচ্ছেন এবাদত। সিলেটের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন। আগের দফা করোনা পরীক্ষায় উতরে গেলেও এবার তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
এবাদতের দেহে করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় সাবধানতাবশত করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার ফল আসে, তাতে রিপোর্ট এসেছে ‘পজিটিভ’। শেষদিন তাই এবাদতকে ছাড়াই সিলেট বিভাগ মাঠে নামে। এবাদতের পরিবর্তে ‘কোভিড সাবস্টিটিউট’ হিসেবে একাদশে রাখা হয় ডানহাতি পেসার রেজাউর রহমান রাজাকে। এবাদত বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
বল হাতে নেমে রাজা এক ওভার বোলিংও করেন। ব্যাট হাতে করেন ১৪ রান। তবে দলের পরাজয়ের সাক্ষী থেকেই মাঠ ছাড়তে হয়। খুলনা বিভাগ পায় ৮ উইকেটের জয়।
এদিকে সিলেট বিভাগের বাকি ক্রিকেটাররা কিংবা প্রতিপক্ষ খুলনা বিভাগের বাকি ক্রিকেটাররা করোনায় আক্রান্ত এবাদতের সংস্পর্শে এলেও লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছেন। ২৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে খুলনা বিভাগ রংপুর বিভাগের এবং সিলেট বিভাগ ঢাকা বিভাগের মুখোমুখি হবে।
Discussion about this post