খেলাধুলা ডেস্ক
নিজের অ্যাকাডেমিতে নিজের মত দারুণ এক দিন কাটালেন সাকিব আল হাসান। এক দিন আগে ছিল তার জন্মদিন। সেদিন মিরপুরে ঘাম ঝরিয়েছিলেন ব্যাট-বল হাতে। আইপিএলকে সামনে রেখে প্রস্তুতিতে মগ্ন সাকিব পরদিন চলে গেলেন নিজের অ্যাকাডেমিতেই। আজ অনুশীলনের জন্য নিজের একাডেমিতে যান সাকিব, সেখানে গিয়ে ছাত্রদের পরামর্শ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাস্কো সাকিব একাডেমি গিয়ে প্রথমে প্রিয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করেন সাকিব আল হাসান। এরপর একাডেমির ছাত্রদের সাথে সময়ও কাটান, দেন পরামর্শও। সাকিব বলেন, ‘কাজের প্রতি সৎ থাকবে। আর তেমন কিছু বলার নেই। মাঝেমাঝে আসা হবে। তখন তোমাদের সাথে তো দেখা হবেই। তোমাদের সেরা জিনিসটাই শেখানো হবে। সেই ভালো জিনিসগুলো শিখে তোমরা যেন কাজ করতে পারো। সময়টা উপভোগ করার চেষ্টা করবে।’
ছাত্রদের পরামর্শ বিষয়ে সংবাদমাধ্যকে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “বাচ্চাদের সাথে যেহেতু সাকিবের আগে পরিচয় হয়নি, বাচ্চারা তাকে সামনাসামনিও দেখেনি। আজ সরাসরি দেখলো, এটা তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা। যেহেতু ২৪ মার্চ তার জন্মদিন ছিল সেটাও আমরা উদযাপন করলাম। ছেলেদের উদ্দেশ্যে বেশি কিছু বলেন, কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু বলেছে। যতটুকু উপদেশ দেওয়ার সেটা দিয়েছে।”
ভবিষ্যতে ছাত্রদের নিজেও অনুশীলন করাবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন, “ভবিষ্যতে যখন আসবে তখন ও নিজেই তাদের অনুশীলন করাবে, তখন হয়তো আরও বেশি কথা বলবে। একজন খেলোয়ায়াড় হিসেবে ছেলেদের স্বাভাবিকভাবে যা বলা দরকার, কীভাবে কী করতে হবে সে জিনিসগুলোই বলেছে।”
Discussion about this post