নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
শুক্রবার (২৬ মার্চ) নগরের জিইসি মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অধ্যাপক ড. অনুপম সেন বলেন, শত শত বছর ধরে বাংলাকে অনেক শাসক শাসন করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটলে বাঙালিরা মনে করেছিল, তারা স্বাধীন হয়েছে। কিন্তু আসলে তারা নতুন করে পশ্চিম পাকিস্তানিদের কাছে পরাধীন হয়।
তিনি বলেন, এরপর শুরু হয় ভাষা আন্দোলন। এই আন্দোলনের সূত্র ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন বাঙালির অধিকার আদায়ের কঠোর সংগ্রাম। ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণা করে পরবর্তীতে তিনি এনে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। ছয় দফা ছিল বাঙালির অর্থনৈতিক মুক্তির সনদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ, ব্যবসা শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক প্রমুখ।
Discussion about this post