বিনোদন ডেস্ক
স্বাধীনতা দিবসের শেষ প্রহরে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষ। তিনি ছিলেন এই যুদ্ধের প্রথম নারী শিল্পী।
শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যান্সার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তবে ১৫ মার্চ করোনা পজিটিভ ফল পান।
তখনই নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।
Discussion about this post