খেলাধুলা ডেস্ক
এখনও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখা আয়ারল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড দায়িত্ব পেলেন আইরিশদের ফিল্ডিং পরামর্শকের।
গতকাল এক বিবৃতিতে উইলিয়াম পোর্টারফিল্ডকে ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ড পুরুষ ও নারী জাতীয় দল উভয়েরই ফিল্ডিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন পোর্টারফিল্ড, এর পাশাপাশি চালিয়ে যাবেন পেশাদার ক্রিকেটও।
জাতীয় দলের পাশাপাশি আয়ারল্যান্ডের ঘরোয়া নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন উইলিয়াম পোর্টারফিল্ড। অবসর নেওয়ার আগেই গুরুত্বপূর্ণ দুইটি দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত আয়ারল্যান্ডের সাবেক এই অধিনায়ক। পোর্টারফিল্ড বলেন,
“একই সাথে দুই দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি। আয়ারল্যান্ডের সেরা ক্রিকেটারদের নিয়ে কাজ করতে আমি মুখিয়ে আছি, ফিল্ডিং এমন কিছু যা আমি সব সময়ই খুব উপভোগ করি। এটা দারুণ এক সুযোগ হতে যাচ্ছে আমার জন্য, তর সইছে না।”
২০২০ সালে সর্বশেষ আইরিশদের হয়ে খেলেছেন উইলিয়াম পোর্টারফিল্ড, এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।
Discussion about this post