খেলাধুলা ডেস্ক
শনিবার ছিল ত্রিদেশীয় টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বাংলাদেশের নিয়ম রক্ষার হলেও নেপালের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। গোল শূন্য ড্র করে এ যাত্রায় বড় বাঁচা বেঁচে গেল স্বাগতিক নেপাল। বাংলাদেশের পাশাপাশি ২৯ তারিখের ফাইনাল নিশ্চিত করলো হিমালয়ের দেশটি।
বাংলাদেশ ও নেপাল এখন ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে কিন্তু ফাইনালে উঠতে কোনো দলকেই গোল করতে হয়নি। আসলে কেউই গোল করতে পারেনি। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ ১-০ গোলে জিতলেও জয় সূচক গোলটি ছিল প্রতিপক্ষের আত্মঘাতি থেকে। এদিকে নেপাল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ম্যাচ গোল শূন্য ড্র হয়েছিল। আর আজ নেপাল ও বাংলাদেশ ম্যাচও গোল শূন্য ড্র হয়েছে। ফলে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে ফাইনালে গেলেও নেপাল ও কিরগিজদের পয়েন্ট সমান ছিল কিন্তু কিরগিজদের প্রথম ম্যাচে গোল হজমটাই কাল হয়ে দাঁড়ায়। ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের।
আজকের ম্যাচ শেষে বাংলাদেশ কোচ জেমি ডে গোল না পাওয়ার কারণ হিসেবে দেখছেন ঘরোয়া লীগে ফ্রন্ট লাইনে বিদেশি খেলানো। এতে দেশি ফরোয়ার্ডরা তেমন সুযোগ পায় না তাই আন্তর্জাতিক ম্যাচে এসে গোল করতে পারে না।
Discussion about this post