অনলাইন ডেস্ক
জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৮০টি দেশ কোভিড-১৯ রোগের টিকার প্রাপ্যতা নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, লেবাননের উদ্যোগে গৃহীত এক রাজনৈতিক ঘোষণায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ঐক্য, উদ্যোগ ও সাধারণ ঘোষণা সত্ত্বেও আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বিশ্বজুড়ে দেশগুলোর মধ্যে ও অভ্যন্তরে কোভিড-১৯ টিকার সরবরাহ এখনো সমান নয়।’
জাতিসংঘ বলছে, এখনো করোনার টিকা পায়নি অনেক দেশ। এমন পরিস্থিতিতে ওই রাজনৈতিক ঘোষণায় স্বাক্ষরকারীরা করোনার টিকার উৎপাদন ও সরবরাহ আঞ্চলিক ও বিশ্বব্যাপী বাড়ানোর ক্ষেত্রে বৈশ্বিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তবে এখনো পর্যন্ত জাতিসংঘের এই ঘোষণায় সমর্থন জানিয়ে স্বাক্ষর করেনি উত্তর কোরিয়া, মিয়ানমার, বেনিন, বুরুন্ডি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, সিরিয়া ও দ্য সিশেলস। অন্যদিকে ভ্যাটিকান ও ফিলিস্তিন এই উদ্যোগে পর্যবেক্ষক হিসেবে থাকলেও এখনো ঘোষণায় স্বাক্ষর করেনি।
Discussion about this post