খেলাধুলা ডেস্ক
বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছে প্রোটিয়া নারীরা। সেখান থেকে সরাসরি চলে গেছে ওয়ানডে সিরিজে আয়োজক শহর সিলেটে।
প্রথম করোনা পরীক্ষা করিয়ে সিলেটের রোজ ভিউ হোটেলে উঠেছে তারা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ১ এপ্রিল থেকে মাঠে অনুশীলন করতে পারবে তারা।
এ সিরিজের জন্য উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ২২ সদস্যের ইমার্জিং স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। মূলত ইমার্জিং দলের মোড়কে জাতীয় দলের খেলোয়াড়দেরই রাখা হয়েছে এই স্কোয়াডে।
বাংলাদেশ নারী ইমার্জিং স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটরক্ষক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা (উইকেটরক্ষক), রাবেয়া, মুর্শিদা খাতুন হ্যাপি, লতা মন্ডল, শবনম মোস্তারি, মোসাম্মত শারমিন সুলতানা, মোসাম্মত রিতু মণি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিম, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), খাদিজা-তুল-কুবরা, রোমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।
Discussion about this post