নিজস্ব প্রতিবেদক
সাদার্ন ইউনিভার্সিটির প্রথম উপাচার্য এবং ইসলামি ইতিহাস ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
রোববার (২৮ মার্চ) সকাল ৯টায় নিজ বাসভবনে অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদ খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শোকবার্তায় বলা হয়, অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই সঙ্গে আমরা হারালাম একজন অভিভাবক, পথপ্রদর্শক ও জ্ঞানপ্রদীপ। সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন।
Discussion about this post