খেলাধুলা ডেস্ক
নিউজল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে হ্যাট্রিক হয়েছে ৪৮ বার। তবে একটা জায়গায় অনন্য মাইকেল রাই ও ডেল ফিলিপসের হ্যাট্রিকটি, বোলার-ফিল্ডার হ্যাটট্রিক ক্রিকেটের ইতিহাসেই দ্বিতীয় বারের মতো ঘটনা।
প্রথম শ্রেণীর টুর্নামেন্ট প্ল্যাঙ্কেট শিল্ডে ঘটেছে বিরল এই ঘটনা, ওটাগো পেসার মাইকেল রাইয়ের বলে পরপর ৩ টি ক্যাচ নিয়েছেন ডেল ফিপিলস। যেটা তাদের দুজনকেই ইতিহাসে জায়গা করে দিয়েছে, কারণ ক্রিকেটে এর আগে বোলার-ফিল্ডারের যৌথ হ্যাট্রিকের ঘটনা আর একবারই ঘটেছে।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে রোববার সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েন রাই ও ফিলিপস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ইনিংসের ৯২তম ওভারের ঘটনা। রাইয়ের হ্যাটট্রিক শুরু ডেন ক্লিভারকে বিদায় করে, ৯৯ রান করে শর্ট লেগে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
পরের দুই বলে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি, জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার, টানা দুই বলে দুজনই ধরা পড়েন শর্ট লেগে ফিলিপসের হাতে। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বারের মতো একই ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন মাইকেল রাই, ৩ টি ক্যাচ নিয়ে ইতিহাসে রাইয়ের সঙ্গী হন ফিলিপসও।
এর আগে ২০১৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সমারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিন বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক।
Discussion about this post