খেলাধুলা ডেস্ক
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয় অঞ্চলে প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে পোলিশরা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থ্রি লায়ন্সরা। ক্লাব ফুটবলে ফেরার আগে এই ম্যাচে যারাই জিতবে গ্রুপের শীর্ষস্থানও আপতত তাদেরই থাকবে।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ধাক্কা খেল পোলিশরা। হাঁটুর ইঞ্জুরিতে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে দল থেকে ছিটকে গেলেন দলের সেরা তারকা রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বকাপ বাছাইয়ে রোববার অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বায়ার্ন মিউনিখ তারকা।
আজ এক বিবৃতিতে ইংল্যান্ডের বিপক্ষে রবার্ট লেওয়ানডস্কি থাকছেন না বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে পোল্যান্ড জানায়,
“হাঁটুর ইঞ্জুরির জন্য লন্ডনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি খেলতে পারবে না রবার্ট লেওয়ানডস্কি। তার ক্লিনিক্যাল পরীক্ষায় ডান হাঁটুতে চিড় ধরা পড়েছে। এই অবস্থায় পরের ম্যাচের জন্য খেলতে দেওয়া ঝুকিপূর্ণ।”
“এই ধরনের ইঞ্জুরি থেকে সেরে উঠতে অন্তত ১০ দিনের মত সময় লেগে যেতে পারে। আমরা আশা করি, বায়ার্ন মিউনিখের হয়ে তাকে খেলতে দেখা যাবে। আপতত, সামনের ইউরোর কথা চিন্তা করলে এটিই সঠিক স্বিদ্ধান্ত।”
পোলিশ স্ট্রাইকারের ইঞ্জুরি কিছুটা চিন্তায় ফেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজির মুখোমুখি হবে বাভারিয়ানরা।
Discussion about this post