নিজস্ব প্রতিবেদক
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা (স্কুল ও কলেজ) একইসঙ্গে একাধিক পদে চাকরি বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না।
এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন এলাকায় এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা অন্য একাধিক চাকরিতে যুক্ত রয়েছেন। এ অভিযোগে কিছু তদন্তও এখনও চলছে। এসব অভিযোগের কারণে সংশোধিত নীতিমালায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
Discussion about this post