খেলাধুলা ডেস্ক
পরিকল্পনা করেই নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর যে দু বার আইপিএল শিরোপা জিতেছে তাতে অন্যতম ভূমিকা ছিল বাংলাদেশি অলরাউন্ডারের।
সানরাইজার্স হাইদ্রাবাদের হয়ে কয়েক বছর খেলার পরে ফের কেকেআরে প্রত্যাবর্তন ঘটেছে সাকিবের। তাকে নিয়ে পরিকল্পনা থাকবে এটিই স্বাভাবিক। কিন্তু কেকেআরের সেই আশায় কিছুটা গুড়েবালি দিয়েছেন সাকিব। কারণ এই অলরাউন্ডারকে পুরো মৌসুম জুড়ে পাচ্ছে না দুই বারের চ্যাম্পিয়নরা।
কলকাতা প্লে অফে উঠলে সাকিবকে পাবে না তারা। সেই সময়ে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আইপিএল ফেলে দেশে ফিরবেন সাকিব। এমনটিই কেকেআর কতৃপক্ষকে জানিয়ে রেখেছেন সাকিব আল হাসান। যা নিয়ে বেশ ভালই দুশ্চিন্তায় তারা।
গ্রুপ পর্বে কলকাতার শেষ ম্যাচ ২১ মে সানরাইজার্সের বিপক্ষে। এই ম্যাচটিও খেলতে পারবেন না সাকিব, কারণ ১৮ মে রাজস্থানের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরবেন সাকিব। এমনটিই জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
Discussion about this post