খেলাধুলা ডেস্ক
ব্যক্তিগত ৩৭ রানে বিশ্ব ফার্নান্দোর বলে গালিতে ক্যাচ দিয়েছিলেন ক্রেগ ব্রাথওয়েট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সেই ক্যাচ ফেলে দেন ওশাদা ফার্নান্দো। লঙ্কানদের দেওয়া সেই উপহার যথাযথ কাজে লাগিয়ে উইন্ডিজকে বিপদমুক্ত করে বড় সংগ্রহের আশা দেখাচ্ছেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট।
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৮৭ রান। ইনিংসের গোড়াপত্তন করতে এসে এখনো ৯৯* রানে অপরাজিত আছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। আর অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দেওয়া রহিম কর্নওয়াল অপরাজিত ৪৩* রানে।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে একপ্রান্ত আগলে রেখে ছিলেন স্বাগতিক অধিনায়ক। কাইল মায়ার্স, জেসন হোল্ডার, আলজারি জোসেফ এবং সর্বশেষ রাহকিম কর্নওয়ালের সাথে তাৎপর্যপূর্ণ ছোট ছোট পার্টনারশিপে সফরকারী শ্রীলঙ্কাকে প্রথমদিনেই বাড়তি কোনও সুবিধা নিতে দেননি ক্রেগ ব্রাথওয়েট।
মঙ্গলবার টেস্ট ক্যারিয়ারে ৪০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্রাথওয়েট, নবম টেস্ট সেঞ্চুরি থেকে দিনশেষে মাত্র ১ রান দূরে রয়েছেন। প্রথম দিনের ৮৬ ওভারের মধ্যে একাই ২৩৯ বল মোকাবেলা করেছেন উইন্ডিজ ওপেনার, যেখানে ছিল ১১টি চারের মার।
আর ৪৩* রান করতে ৬ চার আর ১ ছয়ে ৫৪ বল মোকাবেলা করেছেন কর্নওয়াল। এছাড়া কাইল মায়ার্স ৪৯, জেসন হোল্ডার ৩০ এবং আলজারি জোসেফের ব্যাট থেকে এসেছে ২৯ রান। ২০ ওভারে ৮ মেইডেন সহ ৭১ রান খরচে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার পেসার সুরাঙ্গা লাকমাল।
সংক্ষিপ্ত স্কোরঃ ওয়েস্ট ইন্ডিজঃ ২৮৭/৭ (৮৬ ওভার); ক্রেইগ ব্রাথওয়েট ৯৯*, মায়ার্স ৪৯, কর্নওয়াল ৪৩*; লাকমাল ৩/৭১, ধনঞ্জয় ১/১৬
Discussion about this post