খেলাধুলা ডেস্ক
নেপিয়ারে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে অদ্ভুত এক নাটকের মঞ্চায়ন দেখেছে ক্রিকেট বিশ্ব।
১৭.৫ ওভারে ১৭৩ রানের রানের পর বৃষ্টি নামলে আর ব্যাটিং করার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের। বৃষ্টি শেষে বাংলাদেশে যখন ব্যাটিংয়ে নামল তখন নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছিল, লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৪৮ রান। যদিও পরে জানা গেল এটা আসল লক্ষ্য নয়।
অর্থাৎ বাংলাদেশের ওপেনিং জুটি যখন খেলা শুরু করল ৯ বল খেলা হবার পরেও তারা জানেনি আসলে কত রানের লক্ষ্যে তারা ব্যাট করছে? মাঝে মাঠে ম্যাচ রেফারি খেলা থামিয়ে জানিয়ে দিলো ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৪৮ নয় ১৭১। প্রথমে ১৪৮ রানের লক্ষ্য অনেকটা সহজ মনে হলেও পরের লক্ষ্যটা বাংলাদেশের জন্য ছিল আকাশ ছোঁয়াই বটে।
জেফ ক্রো যখন নতুন লক্ষ্য নির্ধারণে ব্যস্ত, তখন তার সঙ্গে উত্তেজিত আলাপ করতে দেখা যায় বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোকে।
তবে টুইটারে নিজের উষ্মা প্রকাশ করেন বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। বলেন, ব্যবস্থাপনা দেখে তার মনে হয়েছে, স্কুল ক্রিকেট হচ্ছে মাঠে।
‘মনে হচ্ছিল স্কুল ক্রিকেট হচ্ছে। বৃষ্টিতে বোলিং করতে হয়েছে, বেশ জোরালোভাবে বৃষ্টি হওয়ার পরে ভেজা মাঠে নেমে বল করতে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে ১৬ ওভারে ১৪৮ রান তাড়া করতে এবং পরে ইনিংসজুড়ে ছয়বার লক্ষ্য পরিবর্তন হয়েছে।’
লক্ষ্য নির্ধারণ না করেই এভাবে ব্যাটিং করতে নামাটা এবার এই প্রথম দেখলো সবাই। এর আগে এমন নাটকীয় দৃশ্যের সাক্ষী হয়নি ক্রিকেট বিশ্ব। যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। ম্যাচ রেফারির এমন কান্ডকে পাগলাটে বলছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।
এক টুইট বার্তায় তিনি লেখেন, “এটা কিভাবে সম্ভব! রান চেজ করতে নেমেছে অথচ টার্গেট জানা নেই?? পাগলাটে ব্যাপার-স্যাপার।”
এছাড়াও যে যেভাবে পেরেছেন সমালোচনা করেছেন ম্যাচ রেফারির এমন অদ্ভুত কান্ড নিয়ে…..
Discussion about this post