খেলাধুলা ডেস্ক
বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি, চয়ন সহ বেশ কয়েকজন মাতিয়েছেন ইউরোপের হকি টার্ফ। এবার তাদেরই উত্তরসূরি তরুন হকি খেলোয়াড় প্রিন্স লাল সমুন্দ খেলছেন ইউরোপের দেশ ইতালিতে। দেশটির পিস্তোইয়া শহরের দল পিস্তোইয়া হকি ক্লাবের হয়ে খেলছেন ইতালিয়া সিরি এ-২ চ্যাম্পিয়নশিপে।
বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ মালয়েশিয়ান গোবিনাথন কৃষ্ণমূর্তির মাধ্যমে ২০১৮ সালে যুব অলিম্পিকের বাছাইপর্বে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয় প্রিন্স লাল সমুন্দের। জানা যায় মালয়েশিয়ান এই কোচের মাধ্যমেই ইতালিতে যাওয়ার সুযোগ হয়েছে প্রিন্স লাল সমুন্দের।
মালয়েশিয়ান এই কোচের নিকট ইতালির ক্লাবটি একজন বাংলাদেশী খেলোয়াড় চায় এবং গোবিনাথন কৃষ্ণমূর্তি পছন্দ করেন প্রিন্স লাল সমুন্দকে। তবে ইতালির এই ক্লাবটিতে খেলে কত টাকা পাবেন সেটা এখনো জানেন না প্রিন্স লাল। তবে যাওয়ার-আসার বিমান ভাড়া, থাকা খাওয়া ও আনুষাঙ্গিক খরচ বহন করছে ক্লাবটি।
গত ১০ই মার্চ ইতালি পৌছেছেন প্রিন্স লাল সমুন্দ। সেখানে ইতমধ্যে একটি ম্যাচও খেলেছেন তিনি। দলের ৪-২ গোলের জয়ের ম্যাচে দুইটি গোলে সাহায্যও করেছেন তিনি। পিস্তোইয়া হকি ক্লাবের হয়ে খেলছেন তিন জন বিদেশি। এর মধ্যে দু’জন উগান্ডার আর একজন বাংলাদেশের প্রিন্স লাল সমুন্দ।
প্রিন্স লাল সমুন্দের বসবাস পুরান ঢাকার নাজিরাবাজারে। ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তিনি। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের জার্সিতে ২০১৬ সালে প্রিমিয়ার লিগে অভিষেক হয় প্রিন্সের এবং ২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগ খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে।
Discussion about this post