খেলাধুলা ডেস্ক
মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় ফুটবল দলের অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ ফুটবল দলের সবাই এতে অংশ নেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলাদেশের নেপাল দূতাবাসকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া স্বাগত বক্তব্যে বলেন, ‘গতকাল আমরা চ্যাম্পিয়ন হতে পারেনি। এজন্য এখনো মন খারাপ। আপনাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ।’
এরপর জাতীয় ফুটবল দলের সকলের স্বাক্ষরিত জার্সি নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জাতীয় ফুটবল দলের অধিনায়কের হাত থেকে এ শুভেচ্ছা স্মারক পেয়ে বেশ খুশি রাষ্ট্রদূত, ‘জাতীয় ফুটবল দলের কাছ থেকে এমন উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি স্কুল পর্যায়ে ফুটবল খেললেও মূল দলে কখনো আসতে পারিনি।’
এই রাষ্ট্রদূত খেলোয়াড়দের উদ্দেশ্য বলেন, ‘আপনাদের সভাপতি আমার খুব পছন্দের ফুটবলার ছিলেন। একদিন আগে কাঠমান্ডুতে তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুব ভালো লেগেছে। আজ এই অনুষ্ঠানে তিনি থাকতে পারলে খুব ভালো লাগতো। আপনারা আমার শুভেচ্ছা তাকে পৌঁছে দেবেন।’
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। নেপালে বাংলাদেশের কমিউনিটি খুব ছোট। দূতাবাসে কর্মরত অফিসার, তাদের পরিবারবর্গ এবং নেপালী কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবারের সন্ধ্যা উপভোগ্য করে তোলেন।
Discussion about this post