নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১’ উদযাপন করা হবে। দিনটিতে দেশের সব স্কুল-কলেজে নীল বাতি প্রজ্বলন, আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করতে বলা হয়েছে।
এ বিষয়ে বুধবার (৩১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী সই করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে। সবাইকে এটি বাস্তবায়ন করতে বলা হয়েছে।এদিকে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে একটি বিশেষ অনুরোধে কওমি মাদরাসাগুলো চালুর অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু এখন
করোনাভাইরাসের সংক্রমণ অনেকগুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এজন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদরাসাগুলোও এর অন্তর্ভুক্ত থাকবে।’
Discussion about this post