খেলাধুলা ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে লম্বা সিরিজ শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল, এরপরই তাদের আইপিএলের দলে যোগ দিতে হচ্ছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকা ক্রিকেটাররা সরাসরি আইপিএলে যোগ দিলে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
অনেক ক্রিকেটারই সিরিজ শেষেই আইপিএলে তাদের দলের সাথে যোগ দিয়েছেন, তবে অধিনায়ক ভিরাট কোহলি ছুটে গেছেন পরিবারের কাছে। গত জানুয়ারিতে কন্যা সন্তানের বাবা হয়েছেন কোহলি, দীর্ঘদিন বায়ো সিকিউর ও মানসিক চাপ থেকে দূরে থাকতে স্ত্রী সন্তানের সাথে সময় কাটাচ্ছেন কোহলি।
বায়ো সিকিউর থেকে বেরিয়ে যাওয়ার কারণে আইপিএলে দলের সাথে যোগ দেওয়ার আগে ১ সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভিরাট কোহলিকে, যদিও তিনি এটা এড়িয়ে যেতে পারতেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ সিরিজের পর লম্বা আইপিএল, দীর্ঘ এই সময় পরিবার থেকে আলাদা থাকাটা সম্ভব হয়নি তার।
টানা খেলা নিয়ে বিরক্ত কোহলি, তার মতে ভবিষ্যতে এই দিকটাতে খেয়াল রাখা উচিত। ভিরাট কোহলি বলেন, “ভবিষ্যতে সূচির দিকে মন দিতে হবে। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলা বেশ কঠিন। টানা ২ থেকে ৩ মাস পরিবার ছেড়ে বলয়ের মধ্যে থাকা খুব কঠিন।”
৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৪ তম আসর, ১ এপ্রিল দলের সাথে যোগ দিবেন ভিরাট কোহলি।
Discussion about this post