IELTS এর প্রাপ্ত মার্কস কতদিন পর্যন্ত ভ্যালিড থাকে ?
IELTS ২ বৎসর পর্যন্ত ভ্যালিড থাকে। বিস্তারিত জানতে ব্রিটিশ অ্যামেরিকান রিসোর্স সেন্টার এ যোগাযোগ করতে পারেন।
হোটেল ম্যানেজমেন্ট
সরকারি বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৭ সাল থেকে বাণিজ্য অনুষদের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ, এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম চালু করেছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে চার বছরের অনার্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স করিয়ে থাকে। এ ছাড়া বাংলাদেশ পর্যটন করপোরেশন ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ১৮ সপ্তাহের সার্টিফিকেট কোর্স এবং এক ও দুই বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রাম চালু রেখেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি বিবিএ প্রোগ্রামে আট সেমিস্টারে ১২৬ ক্রেডিট পড়ানো হয়। এ ছাড়া এক বছর মেয়াদি এমবিএ এবং দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে যথাক্রমে ৩৬ ও ৬৬ ক্রেডিট সম্পন্ন করতে হয়। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে ১২০ থেকে ১৩৫ ক্রেডিটে পড়ানো হয় চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে।
বিদেশে পড়াশোনা ও ক্যারিয়ার সম্ভাবনা:
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে পড়াশোনাসহ গ্র্যাজুয়েশন করার সুযোগ রয়েছে। পর্যটন শিল্পের ওপর নির্ভর করে এসব দেশে গড়ে উঠেছে প্রচুর হোটেল রেস্টুরেন্ট, রিসোর্ট, ট্যুর কোম্পানি ও ট্রাভেল এজেন্সি। এসব দেশে এখনও দক্ষ পেশাজীবীর প্রচুর চাহিদা। এখনও পড়াশোনা এবং প্রশিক্ষণের সবচেয়ে বড় সুবিধা হল শিক্ষার পাশাপাশি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করার অফুরন্ত সুযোগ।
Discussion about this post