খেলাধুলা ডেস্ক
২০১৮ সালে ঘরের ছেলে সাকিবকে ছেড়ে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের নিলামে তাকে আবারও দলে নেয় শাহরুখ খানের দল। ২০১১-২০১৮ এই সাত বছরে ২টি শিরোপা জিতেছেন সাকিব। এবারও তিনি দলের জন্য মাঠে যে কোনো ভূমিকায় নিজেকে নিযুক্ত করতে চান।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু আইপিএলের ১৪তম আসর। মুম্বাইয়ের টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকা সাকিব পিটিআইকে বলেছেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী, ছন্দে ফিরতে মাত্র একটি ম্যাচ লাগবে। যদি আমি ভালো শুরু করতে পারি, দলের জন্য ভালো কিছুই করতে পারব। বাইরে থেকে অন্য কিছু মনে হতেই পারে। কিন্তু এই দলটা গত দুই বছরের গুছিয়ে উঠেছে। আমার মনে হয় এই বছর সমর্থকদের প্রত্যাশামত পারফর্ম করতে পারবে কেকেআর। আমি তো খুবই আশাবাদী।’
অনেকেই বলছেন, সুনিল নারিন থাকায় এবারের আইপিএলে কেকেআর একাদশে সাকিবের সুযোগ পাওয়া কঠিন হবে। তবুও দলের জন্য যে কোনো ভূমিকা পালনে রাজি সাকিব, ‘সত্যি করে বলতে আমি যে কোনো কিছু করতে রাজি আছি। প্রতি দলে ৮-১০ করে বিদেশি খেলোয়াড় থাকে, মাত্র চারজন একাদশে খেলতে পারে। দল নির্বাচন প্রক্রিয়াকে আপনি দোষ দিতে পারেন না। আপনাকে মন খোলা রেখে ভাবতে হবে, কঠোর অনুশীলন চালিয়ে যেতে হবে। নিশ্চিত করতে হবে সুযোগ পেলে যেন দুই হাতে লুফে নেয়া যায়।’
চলতি বছরের আইপিএলের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। যদিও একাদশে সুযোগ পেতে বেশ লড়াই করতে হবে তাকে। কলকাতার স্কোয়াডে আছেন আন্দ্রে রাসেল, ইয়ন মরগান, সুনীল নারাইন ও প্যাট কামিন্সের মতো তারকারা।
Discussion about this post