খেলাধুলা ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে তো অলআউট হয়েছে দশ ওভারেই! এ এক দুঃস্বপ্নই বটে। এমন এক সিরিজকে যত দ্রুত সম্ভব ভুলেই যেতে চাইবে বাংলাদেশ দল। সেই নিউজিল্যান্ড যাত্রা শেষে বাংলাদেশ অবশেষে দেশে ফিরছে আগামী রোববার।
গত ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল। সেখানে নেমে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয় দলকে। এরপর শুরু হয় ওয়ানডে সিরিজের পালা। সেখানে তিন ম্যাচে হারে দল। সমীহজাগানিয়া পারফরম্যান্স দিতে পারেনি টি-টোয়েন্টি সিরিজেও।
বিস্মরণযোগ্য এই সফরের ইতি ঘটছে আগামী ৪ এপ্রিল। রোববার বাংলাদেশে ফিরছেন মাহমুদউল্লাহ, মুশফিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র সম্প্রতি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এ বিষয়টি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ফিরবে দল। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন বেলা ১১.০৫ টায় পা রাখবে বাংলাদেশ ক্রিকেট দল।
ঢাকায় ফিরেও অবশ্য দম ফেলার ফুরসত নেই বাংলাদেশ দলের। খুবই সংক্ষিপ্ত বিশ্রামের পরই আবার শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সেখানে তামিম মুশফিকরা খেলবেন দুটো টেস্ট।
Discussion about this post