আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। তবে ভারতের করোনা পরিস্থিতি যেন একটু বেশিই ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রায় ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাত শতাধিক মানুষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। একই সময়ের মধ্যে মারা গেছেন ৭১৪ জন। ভারতে এই মুহূর্তে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৪১ জন।
তবে মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ১৫ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১১০ জন।
দৈনিক সংক্রমণের এই সংখ্যা গত সেপ্টেম্বরের পর থেকে এবারই প্রথম। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯২ হাজার ৬০৫ জন। এরপর থেকে দেশটিতে ক্রমশ কমে আসছিল আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে সেপ্টেম্বরের পর আবারও সংক্রমণের এই রেকর্ডে চিন্তিত নয়াদিল্লি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক মৃত্যুও বেড়েছে বেশ কয়েক গুণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭১৪ জন। এতো বিশাল সংখ্যক মৃত্যুর সর্বশেষ ভারত দেখেছিল গত বছর অক্টোবর মাসে। প্রায় সাড়ে পাঁচ মাস পর আবারও বিশাল সংখ্যক দৈনিক মৃত্যু দেখা গেল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭১৪ জনের মধ্যে কেবল মহারাষ্ট্রেই মারা গেছেন ৪৮১ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করোনার টিকাদান কর্মসূচিতে জোর দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৩০ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ টিকা নিয়েছেন।
Discussion about this post