নিজস্ব প্রতিবেদক
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে। ১ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এটা চলবে ।
শনিবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রায় দেড় লাখ আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, ‘কোন ধরনের ভোগান্তি ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রাথমিক আবেদন করছেন। আমাদের একটি টেকনিক্যাল টিম নিয়মিত মনিটরিং করছে। কোন ধরনের অভিযোগ এলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান করা হচ্ছে। যেসব অভিযোগ আসছে তার মধ্যে আবেদনের জন্য যোগ্যতা না থাকায় তার তথ্য দেখানো হচ্ছে না, আবার কারো জিপিএ পরিবর্তন হলেও তা টেলিটকে আপডেট না হওয়ায় তথ্য পাওয়া যাচ্ছে না।’
দ্রুত সময়ের মধ্যে এসব প্রার্থীদের সমস্যা সমাধান করা হবে বলে জানান তিনি।
Discussion about this post