নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার (৪ এপ্রিল) ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে । আজ যে কোনো সময় এই ফল প্রকাশ করা হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পর তা অধিদপপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) দেওয়া হবে। এরপর পরীক্ষার্থীরা সেখান থেকে ফলাফল দেখতে পাবেন। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন।
শনিবার একটি সূত্র জানায়, রাতের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করে রাখা হবে। আজ রবিবার যেকোনো সময় রেজাল্ট প্রকাশ করা হবে। এর আগে গত শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন। যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন।
শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব বলেন, এবার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তাই প্রতিযোগিতাও অনেক বেশি হবে।
তিনি বলেন, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তরাই সরকারি মেডিকেলে পড়ার সুযোগ পাবেন। আমরা সর্বোচ্চ নম্বর থেকে শুরু করে আসন সংখ্যা পর্যন্ত নম্বর কাউন্ট করব। এর পরেরগুলো বেসরকারি মেডিকেলে পড়তে পারবেন বলে জানান তিনি।
Discussion about this post