নিজস্ব প্রতিবেদক
আজ রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ওএমআর মেশিনের মাধ্যমে গতকাল শনিবার রাতে সব খাতা দেখা শেষ হয়েছে। কিছু আনুসাঙ্গিক কাজ বাকি ছিল। সেগুলো আজ সকালে শেষ করা হয়েছে। সন্ধ্যার পর ফল প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব রবিবার বলেন, ফল প্রকাশের জন্য আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। সন্ধ্যার পর ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১০টায় সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যদিও ভর্তি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।
Discussion about this post