খেলাধুলা ডেস্ক
সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার বাংলাদেশ ইমার্জিং নারী দলের মুখোমুখি হয়েছিল সফরকারীরা। এ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৫৪ রানে জিতে সিরিজে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির দল।
করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন নারী দলের খেলোয়াড়রা। কিছুদিন আগে বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করলেও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে খেলতে নেমেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা। যদিও এটি দুই দেশের ইমার্জিং দল। তবে বাংলাদেশ দলটি গড়া হয়েছে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৯৫ রান জমা করে টাইগ্রেসরা। যেখানে ওপেনিং জুটিতে ৭৮ রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটসম্যান মোরশেদা খাতুন ও শামীমা সুলতানা। মোরশেদার ব্যাট থেকে আসে ৩৬ রান। রান আউটে কাটা পড়ে শামীমা ফেরেন ৩৪ রান করে।
অধিনায়ক জ্যোতি অবশ্য সুবিধা করতে পারেননি, আউট হয়েছেন ২ রান করে। তবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ফারহানা হক পিংকি। ১০০ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসটি ৫টি চারের মারে সাজান পিংকি। তবে শেষদিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলে দলীয় স্কোর দুইশর গণ্ডি পার করতে পারেনি স্বাগতিকরা।
১৯৬ রানের লক্ষ্য টপকাতে নেমে স্বাগতিক বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি প্রোটিয়া মেয়েরা। ওপেনার আন্দ্রে স্টেইন ৪১ রান করলেও ব্যক্তিগত স্কোর বড় করতে ব্যর্থ হয়েছেন বাকিরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে খায়াকাজী ম্যাথের ব্যাট থেকে।
ইনিংসের ৩১ বল বাকি থাকতে ১৪১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। বাংলাদেশ ইমার্জিং নারী দল ৫৪ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। অনবদ্য বোলিংয়ে ৩ উইকেট তুল নেন সালমা খাতুন। এছাড়া জাহানারা আলম, রুমানা আহমেদ ও সানজিদা আক্তার মেঘা ২টি করে উইকেট নেন।
Discussion about this post