খেলাধুলা ডেস্ক
রান করে ফেলেছিলেন ১৯৩, বল বাকি ছিল আরও পাঁচটি। দলের অবশ্য জয়ের জন্য তখনো দরকার ৩০ রান। দলের জয় না হোক, নিজের ডাবল সেঞ্চুরি করার সুযোগটা বেশ ভালোভাবেই ছিল ফাখার জামানের। কিন্তু বেখেয়ালি হয়ে রান আউট হলেন তিনি, ১৭ রানে হারল তার দল পাকিস্তান।
৩৪২ রানের লক্ষ্যে নামা এক দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ৩১। তিনে আছেন যিনি, তাঁর স্কোর ১৯। একের পর এক রেকর্ড ভেঙেচুরে এমনই এক ইনিংস খেললেন ফখর জামান।
লং অফ থেকে সরাসরি থ্রোতে ফখরকে আউট করেছেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ৩৪১ রানের জবাবে পাকিস্তান থেমেছে ৩২৪ রানে।
১৫৫ বলে ১৮ চার ও ১০ ছক্কা। দলের ৩২৪ রানের ১৯৩ রানই ফখরের। দলের ৫৯.৫৭ শতাংশ রানই তাঁর ব্যাট থেকে এসেছে। পাকিস্তানের হয়ে এক ইনিংসে দলের রানে এত বেশি অবদানের রেকর্ড আর নেই। এক সময়কার বিশ্ব রেকর্ড ১৯৪ রানের ইনিংস খেলার পথে ভারতের বিপক্ষে দলের ৫৯.৩২ শতাংশ রান তুলেছিলেন সাঈদ আনোয়ার। ২৪ বছরের পুরোনো সে রেকর্ড আজ অতীত হয়ে গেল। অবশ্য রেকর্ডের কথা বললে শুধু দেশের গণ্ডিতে আটকে থাকছেন না ফখর।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন ফখর। সে রেকর্ড একটু পরই রান তাড়া করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ডে রূপ নিল। বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালে ২৩০ তাড়া করতে নেমে শেন ওয়াটসন একাই ১৮৫ তুলেছিলেন। ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা নতুন করে লেখা শেষে ফখর যখন সেটিকে প্রথম ডাবল সেঞ্চুরিতেও রূপ দেবেন বলে মনে হচ্ছিল, তখনই অদ্ভুতভাবে রান আউট হলেন ফখর। তাতে আরেকটি বাংলাদেশ-সংশ্লিষ্ট বিশ্ব রেকর্ড টিকে রইল।
২০০৯ সালে বুলাওয়েতে ১৯৪ রানে অপরাজিত থেকে সাঈদ আনোয়ারের বিশ্ব রেকর্ডের পাশে বসেছিলেন চার্লস কভেন্ট্রি। কিন্তু তবু তাঁর দল জেতেনি সেদিন। আজ ১৯৩ রান করে পরাজিত দলের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডে দুইয়ে উঠে এলেন ফখর।
ফখরের ইনিংসটাই ম্যাচটাকে এভাবে জমজমাট বানিয়ে দিল। না হলে প্রথম ইনিংসের পরই ম্যাচ শেষ মনে হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতাই হারের কারণ ছিল দক্ষিণ আফ্রিকার। আজ প্রায় সবাই জ্বলে উঠেছিলেন। কুইন্টন ডি কক (৮০), অধিনায়ক টেম্বা বাভুমা (৯২) ভিত্তি গড়ে দিয়েছেন। ইনিংস উদ্বোধন করতে নেমে ইতিবাচক শুরু এনে দিয়েছেন এইডেন মার্করামও (৩৯)।
কিন্তু দক্ষিণ আফ্রিকাকে প্রায় সাড়ে তিন শ রান এনে দিয়েছেন প্রথম ম্যাচের সেরা দুই ব্যাটসম্যান। সেদিন সেঞ্চুরি করা রাসি ফন ডার ডুসেন আজ ৩৭ বলে তুলেছেন ৬০ রান। ডেভিড মিলারের অপরাজিত ফিফটির ইনিংসটি ছিল ২৭ বলের। ৬ উইকেটে ৩৪১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post