শিক্ষার আলো ডেস্ক
নবম বাংলাদেশ গেমস-এ বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ৫০ মিটার ইভেন্টে প্রোন ম্যান জুনিয়র-এ অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান। সে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ তম ব্যাচের শিক্ষার্থী।
এর আগেও আবু সুফিয়ান দেশে গেমসে জুনিয়রে থ্রি পজিশনে টানা ৪ বার দেশ সেরা হন। এছাড়া রাশিয়াতে খেলতে গিয়ে তিনি সিলভার পদক পেয়েছিল। আর জার্মানিতে জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে সেখানেও সারা বিশ্বে টিমে ১০ম হয় সে।
এ ব্যাপারে আবু সুফিয়ান তার ফেসবুক পোস্টে বলেন, অনেক প্রতিক্ষার পরে ৯ম বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদকে পেয়েছি। এটি আমার জন্য অনেক গর্বের। এজন্য তিনি কোচ, বিশ্ববিদ্যালয়ের সকল সিনিয়র, বন্ধুসহ সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া বাংলাদেশের সব থেকে বড় খেলার আসরে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।
Discussion about this post